ভোলার বোরহানউদ্দিন আলোচিত ৭ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ আবুল কাশেম (৫৫) কে যৌথ অভিযান চালিয়ে আটক করে বরিশাল র্যাব-৮ এর ভোলা ক্যাম্পের একটি চৌকষ টিম। অদ্য ২৩ মার্চ (রবিবার) রাতে ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ার রিফাত (অভি) এক্স বিন এ তথ্য নিশ্চিত করেন। এবং তিনি আরো জানান সম্প্রতিকালে বাংলাদেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকার ধর্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আইন শৃঙ্খলা বাহিনীকে উক্ত বিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেছেন। ধর্ষকদের গ্রেফতারের বিষয়ে র্যাব সর্বদা সোচ্চার আছে। গত বছরে বোরহানউদ্দিন থানাধীন গঙ্গাপুর ইউনিয়নের জয়া ৪ নং ওয়ার্ডস্থ রাড়ীরহাট বাজারস্থ আসামী আবুল কাশেম তাহার নিজ মুদি দোকানের ভিতর একই গ্রামের ৭ বছর বয়সী শিশু কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে উল্লেখিত আসামীর বিরুদ্ধে ভুক্তভোগী অর্থ্যাৎ ভিকটিমের মা বাদী হয়ে বিবাদী (ধর্ষক) আবুল কাশেম এর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় ধর্ষণের অভিযোগে ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন' ২০০০ (সংশোধনী/২০২০) এর ৯ (১) মামলা রুজু করেন। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ বরিশালের অধীনস্থ র্যাব ক্যাম্প, ভোলা এবং র্যাব-১, সিপিসি-২, উত্তরা, ঢাকা কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করে আজ রবিবার বিকেলের দিকে একমাত্র পলাতক আসামী আবুল কাশেম কে টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ রোড নামক এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল কাশেম উপজেলার গঙ্গাপুর ইউপির জয়া ৪ নং ওয়ার্ডের মৃত আব্দুল আজিজের ছেলে। উল্লেখিত গ্রেফতারকৃত আসামী (ধর্ষক) আবুল কাশেম এর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আসামীকে অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানা বরাবর হস্তান্তরের কার্যক্রম পক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।