বড়াইগ্রামে গরুবাহী বোঝাই নসিমন গাড়ি ও পণ্যবাহী ভুটভুটি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত এক

দেলোয়ার হোসেন লাইফ প্রকাশিত: ১৩ মার্চ , ২০২৫ ১১:১১ আপডেট: ১৩ মার্চ , ২০২৫ ১১:১১ এএম
বড়াইগ্রামে গরুবাহী বোঝাই নসিমন গাড়ি ও পণ্যবাহী ভুটভুটি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত এক
নাটোরের বড়াইগ্রামে গরু বোঝায় নছিমন গাড়ি ও পণ্যবাহী ভুটভুটি মুখোমুখি সংঘর্ষে রুবেল হোসেন (২৫) নামের একজন নিহত হয়েছে। শাকুর আলী (২৭) নামের অপর জন আহত হয়

নাটোরের বড়াইগ্রামে গরু বোঝায় নছিমন গাড়ি ও পণ্যবাহী ভুটভুটি মুখোমুখি সংঘর্ষে রুবেল হোসেন (২৫) নামের একজন নিহত হয়েছে। শাকুর আলী (২৭) নামের অপর জন আহত হয়।
বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার বনপাড়া-লালপুর রোডের চন্ডিপুর মোল্লাপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল লালপুর উপজেলাধীন হাগড়াগাড়ী গ্রামের আবু বক্কর এর ছেলে এবং আহত শাকুর আলী একই এলাকার মৃত মানিক হোসেন এর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালপুরের ওয়ালিয়া থেকে বনপাড়া অভিমুখী সজীব ও মেঘনা গ্রুপের ডিলারশীপের একটি পন্যবাহি ভুটভুটি উল্লেখিত ঘটনাস্থলে পৌঁছালে, বনপাড়া থেকে আড়ানী রুস্তমপুর গরুর হাট অভিমুখী একটি গরু বোঝায় গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ওই ডিলারশিপের এস.আর রুবেল হোসেন ও শাকুর আলী দুইজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বনপাড়াস্থ্য পাটোয়ারী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রুবেল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে রেফার্ড করা হলে, পথিমধ্যে তার মৃত্যু হয়। সাকুর আলি পাটোয়ারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে  ঘাতক অবৈধ গরুবাহী ট্রাক ও পণ্যবাহী ভুটভুটি জব্দ করে, আহত দুইজনের মধ্যে একজন মারা গেছে, এ সংক্রান্তে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরোও খবর

Logo