স্বর্নের মুর্তি বিক্রির নামে প্রতারণা করে দুই লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তিন প্রতারকে গ্রেফতারককে গ্রেফতার করেছে পুলিশ
স্বর্নের মুর্তি বিক্রির নামে প্রতারণা করে দুই লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তিন প্রতারকে গ্রেফতারককে গ্রেফতার করেছে পুলিশ।
প্রতারকদের কাছে থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের একটি পিতলের মুর্তি উদ্ধার করা হয়েছে । বৃহস্পতিবার (১৫) মে রাতে যশোর জেলার বাঘারপাড়ার আসাদুজ্জামান মোল্লা বাদি হয়ে মামলা দায়েরের পর তিন প্রতারককে আটক করা হয়। আটককৃতরা হলো বিশাল পুর ইউনিয়নের সগুনা গ্রামের
মৃত নিজাম উদ্দিনের ছেলে খোরশেদ আলম ওরফে খুশি (৫০) মৃত নুর হোসেনের ছেলে আবুল কালাম (৪৫) মৃত মন্তাজ আলির ছেলে ইদ্রিস আলী (৪৮)
গত রমজানের আগে পাবনার ঈশ্বরদীতে ফুরফুরা দরবারের ওরশে গিয়ে পরিচয় হয় আসামি খোরশেদ আলম ওরফে খুশির সঙ্গে । কিছুদিন পরে খুশি ফোন করে জানান, তাঁর এক আত্মীয় পুকুর খননের সময় একটি স্বর্ণের মূর্তি পেয়েছেন, যা বিক্রি করতে চান। দাম নির্ধারিত হয় পাঁচ লক্ষ টাকা ।
১৫ মে দুপুরে বাদী ও তাঁর স্ত্রী আসেন শেরপুরের সগুনা গ্রামে আসামিদের বাড়ি । স্বর্ণের মূর্তি দেখিয়ে বাদীর কাছ থেকে নগদ দুই লক্ষ টাকা গ্রহণ করে মুর্তিটি হাতে দেন। শেরপুর শহরে এসে মূর্তিটি পরীক্ষায় ধরা পড়ে এটি পিতলের তৈরি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, “আসামিদের বিরুদ্ধে প্রতারণার গুরুতর অভিযোেগ রয়েছে। আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।