ছাত্রনেতা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে হাটহাজারীতে ছাত্রসেনার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সম্পন্ন

জাবেদ হোসাইন প্রকাশিত: ৩০ এপ্রিল , ২০২৫ ১২:৩৮ আপডেট: ৩০ এপ্রিল , ২০২৫ ১২:৩৮ পিএম
ছাত্রনেতা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে হাটহাজারীতে ছাত্রসেনার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সম্পন্ন
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরীর সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মুহাম্মদ রইস উদ্দিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে হাটহাজারীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরীর সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মুহাম্মদ রইস উদ্দিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে হাটহাজারীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টায় হাটহাজারী বাস স্টেশন চত্বরে উপজেলা ছাত্রসেনার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বক্তারা বলেন, “ছাত্রনেতা রইস উদ্দিন ছিলেন একজন ত্যাগী, আদর্শবান ও সংগ্রামী নেতা। তার নির্মম হত্যাকাণ্ড আমাদের ব্যথিত করেছে এবং এ ঘটনার মাধ্যমে আমরা একজন দেশপ্রেমিক নেতৃত্বকে হারালাম।”

বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত বিচার নিশ্চিত করে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তাঁরা বলেন, "এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে সংগঠিত হয়েছে। প্রশাসনের দায়িত্ব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা এবং উপযুক্ত শাস্তির ব্যাবস্থা করা।"

হাটহাজারী পৌরসভা ছাত্রসেনার সভাপতি হাফেজ মুহাম্মদ সোলাইমান সভাপতিত্বে এবং মুহাম্মদ পারভেজ মোশারফ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি জননেতা অধ্যাপক মীর আবদুর রহিম মুনিরী এছাড়াও আরো উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ এর কেন্দ্রীয় অর্থ সচিব জননেতা এডভোকেট সৈয়দ মুহাম্মদ মোখতার আহম্মেদ সিদ্দিকি, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ গিয়াস উদ্দিন, মুহাম্মদ সেকান্দর মিয়া, মাওলানা হাফেজ আহম্মদ, মাওলানা রফিকুল ইসলাম তাহেরী, মাওলানা নজরুল ইসলাম, মুহাম্মদ নুরুল ইসলাম, মাওলানা আব্দুল মালেক, হাফেজ মুহাম্মদ ফারুক, মাওলানা এম ছগির আহমদ, মামুনুর রশিদ জাবের, মাওলানা রাকিবুল ইসলাম, যুবনেতা মুহাম্মদ নাছির উদ্দিন (রুবেল), মুহাম্মদ মহি উদ্দিন, মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ জমির উদ্দিন, মুহাম্মদ ইকবাল, হাফেজ শাহেদ উদ্দিন, কুতুব উদ্দিন প্রমুখ।
এতে প্রদান বক্তার বক্তব্যে উত্তর জেলা ছাত্রসেনার সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মিনহাজুল আবেদীন জানান, দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল হাটহাজারী প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইমাম শেরে বাংলা (রহঃ) মাজরে গিয়ে দোয়া মোনাজাত এর মাধ্যমে শেষ হয়।

এই বিভাগের আরোও খবর

Logo