পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে অতিরিক্ত গতি-অতিরিক্ত ভাড়া নিলে লাখ টাকা জরিমানা

বিপ্লব কুমার দাস প্রকাশিত: ৬ এপ্রিল , ২০২৪ ০৫:১৮ আপডেট: ৬ এপ্রিল , ২০২৪ ০৫:১৮ এএম
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে অতিরিক্ত গতি-অতিরিক্ত ভাড়া নিলে লাখ টাকা জরিমানা
সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব আমীনউল্লাহ নূরী বলেছেন, এবারের ঈদযাত্রায় অতিরিক্ত গতিতে গাড়ি চালালে, অতিরিক্ত যাত্রী নিলে, অতিরিক্ত ভাড়া নিলে তাৎক্ষণিক জরিমানা করা হবে। কমপক্ষে এক লাখ টাকা জরিমানা করতে হবে। এজন্য আলাদা ম্যাজিস্ট্রেট নিযুক্ত থাকবে।

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব আমীনউল্লাহ নূরী বলেছেন, এবারের ঈদযাত্রায় অতিরিক্ত গতিতে গাড়ি চালালে, অতিরিক্ত যাত্রী নিলে, অতিরিক্ত ভাড়া নিলে তাৎক্ষণিক জরিমানা করা হবে। কমপক্ষে এক লাখ টাকা জরিমানা করতে হবে। এজন্য আলাদা ম্যাজিস্ট্রেট নিযুক্ত থাকবে।

তিনি বলেন, মহাসড়কের পাশে কোনো বাজার থাকবে না। আর হাইওয়েতে কোনোভাবেই কোনো থ্রি হুইলার চলবে না।

বৃহস্পতিবার সকালে ঈদযাত্রা ও সড়ক নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক গণশুনানি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আমীনউল্লাহ নূরী এসব কথা বলেন।

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের উদ্যোগে ফরিদপুরের ভাঙ্গায় ধান গবেষণা ইন্সটিটিউটে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এক্সপ্রেসওয়ে ও মহাসড়কের পাশে র‌্যাকার ও অ্যাম্বুলেন্স রাখার নির্দেশ দেন।

তিনি বলেন, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল সার্জন তিনটি অ্যাম্বুলেন্স সবসময় হাইওয়ের পাশে রাখবেন। আমরা কাউকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। আমাদের সবার দায়িত্ব তাদের বাঁচিয়ে রাখা। এই মৃত্যুর দায়বদ্ধতার জন্য এখন আমাদের বিরুদ্ধেও মামলা হতে পারে। সেই সময় আসছে সামনে।

এসময় তিনি সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেককে ৫ লাখ টাকা, অঙ্গহানি হলে ৩ লাখ টাকা ও গুরুতর আহতকে ১ লাখ টাকা জরিমানা দিতে বলেন পরিবহণ মালিকদের। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পক্ষকে দুর্ঘটনায় জড়িত পরিবহন মালিকের পক্ষ থেকে এই জরিমানা পরিশোধ করতে হবে।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে সভায় সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি শাহিন আলম, ফরিদপুরের পুলিশ সুপার মোর্শেদ আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

এই বিভাগের আরোও খবর

Logo