ফরিদগঞ্জে ভাতা কার্ড দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ অভিযোগ তদন্ত কমিটি করে গেলেন তদন্ত

জাকির হোসেন সৈকত প্রকাশিত: ২৮ নভেম্বর , ২০২৪ ১৯:০৩ আপডেট: ২৮ নভেম্বর , ২০২৪ ১৯:০৩ পিএম
ফরিদগঞ্জে ভাতা কার্ড দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ অভিযোগ  তদন্ত কমিটি করে গেলেন তদন্ত
ফরিদগঞ্জে ভাতা কার্ড দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ অভিযোগ তদন্ত কমিটি করে গেলেন তদন্ত

ফরিদগঞ্জে সমাজসেবা অফিসে ভাতার কার্ড দেওয়া নাম করে টাকা আত্মসাৎ অভিযোগ করছে ভুক্তভোগীরা। বিষয়টি আমলে নিয়ে জেলা সমাজেসবা অফিস থেকে একটি তদন্ত কমিটি করে তা পাঠিয়েছেন উপজেলা সমাজসেবা অফিসে। বুধবার ২৭ নভেম্বরের উপজেলার সমাজসেবা অফিসে দিনবর তদন্ত করেন কর্মকর্তা বৃন্দ।এই সময় আবেদনকৃত ব্যক্তিদের সাথে কথা বলে তদন্তকারি কর্মকর্তা ও চাঁদপুর জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক রুহুল আমিন বশির।উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাঠকর্মী পান্না আক্তারের বিরুদ্ধে তদন্ত কথা সুনে সকাল থেকে উপজেলা  বিভিন্ন এলাকা থেকে ভুক্তভোগীরা হাজির হন। এই সময় তাদেরকে নিয়ন্ত্রণ রাখতে তদন্ত কারী কর্মকর্তা তাদের লিখিত অভিযোগ ও মুখিক বক্তব্য সুনেন। তাদের শান্ত থাকার অনুরোধ করেন। তদন্ত করে অপরাধ প্রমানিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রধান করেন।ঘটনার সূত্রে জানাযায়,  দীর্ঘ তিন বছর ধরে উপজেলার সাধারণ মহিলাদেরকে বাতা কার্ড করে দিবি বলে ২ হাজার থেকে শুরু করে ৪/৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ সময় অনেকেই আরো অভিযোগ করে বলেন, টাকা আশার সময় হলে ফোন দিয়ে ৫০% টাকা সরিয়ে রাখতে হত পান্না আক্তারের জন্য।  না দিলে ভাতা বন্ধ করার হুমকি দিয়ে যেতেন। এ সকল টাকা পয়সা নিজে না নিয়ে সকল কাজ করতেন স্থানীয় দালালের মাধ্যমে।ভুক্তভুগী নাজমা, নাছুম, অজুপা, মুন্নিসক অনেকে বলেন, পান্না আক্তার আমাদের ভাতার করে দেবে বলে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে। কার্ড কবে দিবেন সেই কথা বললে আমাদেরকে হুমকি-ধুমকি দিয়ে থাকে আমাদের আর কার্ড করে দিবেনা। তাই নিরুপায় হয়ে আমরা অভিযোগ দিতে এখানে এসেছি।পান্না আক্তার বললেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়ে তা মিথ্যা। তদন্তকারি কর্মকর্তা ও জেলা সহকারী পরিচালক রুহুল আমিন বশির বলেন, আমরা তদন্ত করেছি। রিপোর্ট আমার উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জমাদেওয়া হবে তখন জানতে পারবেন।

এই বিভাগের আরোও খবর

Logo