কেন্দুয়ায় ভার্চুয়ালি জুলাই পুনর্জাগরণ-২০২৫ অনুষ্ঠিত

কোহিনূর আলম প্রকাশিত: ২৬ জুলাই , ২০২৫ ১৭:৩৪ আপডেট: ২৬ জুলাই , ২০২৫ ১৭:৩৪ পিএম
কেন্দুয়ায় ভার্চুয়ালি জুলাই পুনর্জাগরণ-২০২৫ অনুষ্ঠিত

জাতীয়ভাবে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংগীত ও দোয়ার মাধ্যমে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উপলক্ষ্যে 'সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ' অনুষ্ঠানে নেত্রকোণার কেন্দুয়াও অংশগ্রহণ করেছে ।
শনিবার (২৬জুলাই) উপজেলা প্রশাসন,  সমাজসেবা অফিস এবং মহিলা ও শিশু বিষয়ক অফিস কার্যালয়ের  আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে তা অনুষ্ঠিত হয় ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইউনূস রহমান রনির সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপার সভাপতিত্বে  ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ।
 এ ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার । 
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান মজনু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন অর রশিদ ফারুকী, উপজেলা জামায়াতের আমির সাদেকুর রহমান, বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনসহ সাংবাদিকবৃন্দ ।

এই বিভাগের আরোও খবর

Logo