প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যশোর সদর উপজেলা পর্যায়ের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বালিকায় নিমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালকে এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মঙ্গলবারের ফাইনাল খেলায় বালিকায় নিমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৩-২ গোলের বীর নারায়নপুর তেরো আওলিয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বালকে এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলের ব্যবধানে পূর্ব বসুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।সদরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বালিকা ফাইনাল খেলায় নিমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয় বীর নারায়নপুর তেরো আওলিয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলার প্রথমার্ধের ১৩ মিনিটে বীর নারায়নপুর তেরো আওলিয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুমাইয়া ১গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়।২৮ মিনিটে নিমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শামীমা ইয়াসমিন শেফা ১ গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। খেলার নির্ধারিত সময়ে দুটি বিদ্যালয়ে খেলোয়াড় কোন গোল করতে পারেনি। পরে রেফারি টাইব্রেকারের সিদ্ধান্ত নেন। নিমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৩-২ গোলের বীর নারায়নপুর তেরো আওলিয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে বিজয়ী দলের শেফা।এরপর বালক ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব বসুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।খেলার প্রথমার্ধে ১৩ মিনিটে নাইম ও ২৪ নোমান দুটি গোল করে। খেলার নির্ধারিত সময়ে পূর্ব বসুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা কোন গোল করতে না পেরে পরাজিত হয়।এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচি ত হয়েছে বিজয়ী দলের নাঈম।খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান।এসময় বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর রবিউল আলম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান,ভেকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া, হারুন অর রশীদ, সোহেল রানা , জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতিমগাজী শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক একেএম নাজমুল ইসলাম, যুগ্ম সম্পাদক এবিএম ফারুকুল ইসলাম, সাইফুজ্জামান বাবু, মিডিয়া সম্পাদক শাহজাদ হোসেন বাবু, সদর উপজেলা শাখার সভাপতি রফিকুজ্জামান, সহসভাপতি জাহাঙ্গীর আলম, আরিফ হাসান, সাধারণ সম্পাদক লাল্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।