পাটগ্রামে আদর্শ পাট চাষী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

মোঃ নুর ইসলাম প্রকাশিত: ১০ জুন , ২০২৪ ০৯:০২ আপডেট: ১০ জুন , ২০২৪ ০৯:০২ এএম
পাটগ্রামে আদর্শ পাট চাষী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত
সোমবার(১০ জুন) সকালে উপজেলা চত্বরের শহীদ আফজাল হোসেন মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আদর্শ পাট চাষীদের এ প্রশিক্ষণে উপজেলার ৮ ইউনিয়ন ও ১ পৌরসভার বিভিন্ন এলাকার ৭৫ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সোনালী আশেঁর সোনার দেশ পরিবেশ বান্ধব বাংলাদেশ, পাট-শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে  ''উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ'' ( ১ম সংশোধিত)  শীর্ষক প্রকল্পের আওতায় আদর্শ পাট চাষী প্রশিক্ষণ কর্মসূচী -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার(১০ জুন) সকালে উপজেলা চত্বরের শহীদ আফজাল হোসেন মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আদর্শ পাট চাষীদের  এ প্রশিক্ষণে উপজেলার ৮ ইউনিয়ন ও ১ পৌরসভার বিভিন্ন এলাকার ৭৫ জন কৃষক ও  কৃষাণী অংশগ্রহণ করেন। 

জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফফার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জামিয়ার রহমান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডি,এ,ই, শাহ আলম, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী প্রমুখ। 

এই বিভাগের আরোও খবর

Logo