পাইকগাছায় প্রতিবেশী প্রতিপক্ষদের বিরুদ্ধে প্রাক্তন প্রধান শিক্ষকের বসতবাড়ী দখল চেষ্টা, হামলা, মারপিট, ভাংচুর এবং গাছপালা কেটে ক্ষতিসাধন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানাগেছে, উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটী গ্রামের মৃত চাঁদ আলী জমাদ্দারের ছেলে প্রাক্তন প্রধান শিক্ষক লিয়াকত আলী জমাদ্দার (৬৯) মাহমুদকাটী মৌজায় ৫৫নং খতিয়ানের ২৭১ দাগে ২টি কোবলা দলিল মুলে ৪২ শতক জমি ক্রয় করে প্রাচীর বেষ্টিত পাঁকা বসতবাড়ী করে দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে।
৪২ শতক জমির মধ্যে তিনি ১৯৮৯ সালের ২৪ সেপ্টেম্বর আপিল উদ্দীন জোয়াদ্দার, রফিকুল জোয়াদ্দার ও তাদের মাতা খদিজা বিবি’র নিকট থেকে স্ত্রী ফাতেমা বেগমের নামে ৩১৩১ নং কোবলা দলিল মুলে ৩৩ শতক জমি এবং ২০১২ সালের ৩০ ডিসেম্বর ৩৯১৯ নং কোবলা দলিল মুলে সৈয়দ আছাদুজ্জামানের নিকট থেকে ৯ শতক জমি ক্রয় করেন। বর্তমানে এ সম্পত্তিতে ২/৩টা পাকা বাড়ি রয়েছে, পাকা সীমানা প্রাচীর রয়েছে এবং অন্যান্য ঘর সহ বিভিন্ন ধরণের ফলজ ও বনজ গাছ—পালা রয়েছে।
এ সম্পত্তি নিয়ে প্রতিবেশী মৃত আবুল হোসেন জোয়াদ্দারের ছেলে রেজাউল জোয়াদ্দার (৪০) এর সাথে বিরোধ চলে আসছে। শিক্ষক লিয়াকত আলী বলেন বুধবার সকালে রেজাউল বহিরাগত লোকজন লাঠিসোটা ও দা নিয়ে প্রাচীর বেষ্টিত আমার বসতবাড়িতে ঢুকে ত্রাশ সৃষ্টি করে। এসময় তারা নেট ও সিমেন্টের খুটি দিয়ে বসতবাড়ির ভিতরে ঘেরা দেওয়ার চেষ্টা করে। এসময় বাধা দিতে গেলে তারা আমাদের মারপিট করে।
এতে আমি, আমার স্ত্রী ফাতেমা বেগম (৫৫) ও ভাই ওমর আলী (৫৫) আহত হয়। এঘটনায় রেজাউল সহ প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে হরিঢালী ক্যাম্প পুলিশের এস আই সঞ্জিত কুমার বিশ্বাস বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পুলিশের নির্দেশনা উপেক্ষা করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অ স্বাভাবিক করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে থানার ওসি ওবাইদুর রহমান জানান।