পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায় সালনা জলসা কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কাদিয়ানি কর্তৃক নিরিহ সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ ও সেটা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৭ অক্টোবর) দুপুরে জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদ পঞ্চগড়, ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখা এবং অন্যান্য ধর্মীয় সংগঠনের উদ্যোগে পঞ্চগড়ের শের-ই বাংলা চত্বরে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সেক্রেটারি ও ঈমান আক্বিদা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ক্বারী মোঃ আব্দুল্লাহ,জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ, পঞ্চগড় জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা সালমান জাহাঙ্গীর,সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল হোসাইন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহঃ সুলতান মাহমুদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, "কাদিয়ানীরা মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে, যা ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।"
আমরা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। কাদিয়ানীদের মিথ্যা মামলার মাধ্যমে মুসলমানদের দমানো যাবে না।" তাঁরা আরও বলেন, কাদিয়ানীদের মিথ্যা মামলাকে ইসলাম ও মুসলিম জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান।
মানববন্ধনে শতাধিক ধর্মপ্রাণ মুসলিম অংশগ্রহণ করেন।