নড়াইলে ইটভাটা মালিক সমিতির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

মোঃ রাসেল মোল্লা প্রকাশিত: ৫ মার্চ , ২০২৫ ১৪:৪৬ আপডেট: ৫ মার্চ , ২০২৫ ১৪:৪৬ পিএম
নড়াইলে ইটভাটা মালিক সমিতির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।
নড়াইলে ইটভাটা বন্ধের প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

নড়াইলে ইটভাটা বন্ধের প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১১টায় নড়াইল শিল্পকলা একাডেমি চত্বরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি, নড়াইল জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ইটভাটা মালিক সমিতির নেতারা। সমাবেশে বক্তারা জানান, ইটভাটা শিল্পে প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মরত আছেন, যা ৫০ লাখ পরিবার তথা ২ কোটি মানুষের জীবিকা নির্বাহের মাধ্যম। ইটভাটা বন্ধ হয়ে গেলে এই শ্রমিকরা বেকার হয়ে পড়বেন। এছাড়া, প্রতিটি ইটভাটার বিপরীতে প্রায় ১ কোটি টাকার ওপরে ব্যাংক ঋণ রয়েছে, যা সারাদেশে প্রায় ৮ হাজার কোটি টাকা। ভাটাগুলো বন্ধ হয়ে গেলে এই ঋণ অনাদায়ী থেকে যাবে। ইটভাটার মালিকরা বছরে হাজার হাজার কোটি টাকার রাজস্ব প্রদান করেন। বক্তারা আরও বলেন, দেশের রাস্তাঘাট, ঘরবাড়িসহ সকল অবকাঠামো নির্মাণে ব্যবহৃত ইট সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন ভাটা মালিক ও শ্রমিকেরা। তারা কোনো অবস্থাতেই সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চান না। কিন্তু বিগত সরকারের মদদপুষ্ট প্রতিষ্ঠানসমূহ ইট শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং বর্তমান সরকারের মুখোমুখি আমাদেরকে দাঁড় করানোর চেষ্টা করছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জানান, আইন মেনে এবং নিয়মের মধ্যে থেকে ইটভাটার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই বিভাগের আরোও খবর

Logo