নোয়াখালী চাটখিলে তালতলা মহিলা মাদ্রাসা'র অধ্যক্ষ কে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ

মোঃ হানিফ প্রকাশিত: ১ জুলাই , ২০২৫ ১৬:২১ আপডেট: ১ জুলাই , ২০২৫ ১৬:২১ পিএম
নোয়াখালী চাটখিলে তালতলা মহিলা মাদ্রাসা'র অধ্যক্ষ কে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ

চাটখিল উপজেলার তালতলা মহিলা আলিম মাদ্রাসা'র অধ্যক্ষ মাওলানা আশেকে এলাহী (৫৫) কে মারধর করে আহত ও লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে ঐ মাদ্রাসা'র অধ্যক্ষ বাদী হয়ে সাত্রাপাড়া মোল্লা বাড়ির জসিম উদ্দিন (৪৫) সহ অজ্ঞাতনামা ৯/১০ এর বিরুদ্ধে গতকাল সোমবার  সন্ধ্যায়  চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন। 
অভিযোগে জানা যায়, তালতলা মহিলা মাদ্রাসা এডহক কমিটির বিষয়ে উপজেলা মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী সোমবার সকালে মাদ্রাসায় উপস্থিত হয়ে তদন্ত বিষয়ক শুনানি শেষ করে মাদ্রাসা ত্যাগ করে। এর পর  অধ্যক্ষ মাদ্রাসার কক্ষে প্রবেশ করার সাথে সাথে জসিম উদ্দিন সহ অজ্ঞাতনামা আরো ৯/১০ অধ্যক্ষর উপর হামলা চালিয়ে তাকে বেদম মারধর  করে তার জামা কাপড় ছিড়ে ফেলে তাকে লাঞ্ছিত করে। তার শোর চিৎকারে  স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।     
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
এইদিকে চাটখিল প্রেসক্লাব কার্যকরী কমিটির দপ্তর সম্পাদক  সাংবাদিক, অধ্যক্ষ আশেকে এলাহী এর উপর হামলার  ঘটনার তীব্র নিন্দা ও প্রতিনাদ জানিয়ে  আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন চাটখিল  প্রেসক্লাব সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান ও  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত সহ প্রেসক্লাব  নেতৃবৃন্দ।

এই বিভাগের আরোও খবর

Logo