চাকরি দেয়ার আশ্বাস দিয়ে মাকসিদুল গাজী (২৭) নামে এক যুবককে ময়মনসিংহের গৌরীপুরের ভাংনামারী ইউনিয়নের সুতিরপাড়া গ্রামে এনে টর্চার সেলে আটকে নির্যাতন করে মুক্তিপণ দাবি করে একটি প্রতারক চক্র।
কিন্ত মুক্তিপণ দিতে রাজি না হওয়ায় ওই যুবককে নিয়ে মোটরসাইকেল যোগে অজ্ঞাতস্থানে রওনা হয় প্রতারক চক্র।
পথিমধ্যে মাকসিদুল চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে প্রতারক চক্রের সদস্যকে শাহজাহান মিয়াকে (৩৭) আটক করে পুলিশে সোপর্দ করে।
গত মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ময়মনসিংহের গৌরীপুরের ভাংনামারী ইউনিয়নে। এ ঘটনায় বুধবার গৌরীপুর থানায় মামলা হয়েছে।
জানা গেছে, মাকসিদুল গাজীর বাড়ি খুলনার কয়রা উপজেলায়। তার পিতা- হাবিবুর রহমান। সম্প্রতি একটি দৈনিক পত্রিকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সেকশন অফিসার পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেখে আবেদন করে মাকসিদুল। আবেদনের পর মাকসিদুলকে গত ২৪ মার্চ সোমবার চাকরির সাক্ষাৎকারের জন্য খুলনা থেকে ডেকে ময়মনসিংহের নান্দাইল আনে। সেখান থেকে প্রতারক চক্র মাকসিদুলকে মোটরসাইকেল যোগে গৌরীপুরের ভাংনামারী ইউনিয়নের সুতিরপাড় গ্রামের নির্জন বাড়ির টর্চার সেলে এনে হাত-পা শিকলে বেঁধে নির্যাতন চালিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এসময় ওই মাকসিদুলের আর্তনাদ মোবাইলে পরিবারকে শোনায় প্রতারকচক্র।
গত মঙ্গলবার রাতে প্রতারক চক্রের দুই সদস্য ওই টর্চার সেল থেকে মাকসিদুলকে নিয়ে মোটরসাইকেল যোগে অজ্ঞাত স্থানে রওনা হয়। পথিমধ্যে মোটরসাইকেলটি স্থানীয় এক বাজার অতিক্রম করার সময় মাকসিদুল চলন্ত গাড়ি থেকে লাফ পড়ে গিয়ে চিৎকার শুরু করে।
পরে স্থানীয়রা প্রতারক চক্রের সদস্য শাহজাহান মিয়াকে (৩৭) আটক করে পুলিশ সোপর্দ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মাকসিদুলকে উদ্ধার ও শাহজাহানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরের দিন বুধবার মাকসিদুল বাদী হয়ে শাহজাহান সহ নাম উল্লেখ তিনজন ও অজ্ঞাত ২/৩ জনকে আসামিকে করে মামলা হয়।
গ্রেফতারকৃত শাহজাহান ভাংনামারী ইউনিয়নের সুতিরপাড়া গ্রামে মৃত সেকান্দর আলীর ছেলে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, চাকরির কথা বলে যুবককে ডেকে এনে মুক্তিপণ চাওয়ায় ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের অপকর্ম জানতে ও ঘটনার তদন্তে এই চক্রের বিস্তারিত জানাতে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।