মাদারীপুরের কালকিনিতে উপজেলা আওয়ামী লীগ নেতার পক্ষে ইউনিয়ন বিএনপির ব্যানারে একটি মানববন্ধনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদ তার সমর্থকরা মানববন্ধনে অংশগ্রহণ করেছে। এতে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
শনিবার (২২ ফেব্রুয়ারি) কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের ব্যানারে এই অনুষ্ঠিত মানববন্ধন করায় বিএনপির মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলা যুবলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহিম মুরাদ হাসিনা সরকারের আমলে ২০২১ সালে চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সমাবেশে অংশগ্রহণ করে সেখানে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। এসব বিষয়টি নিয়ে সম্প্রতি মুরাদের প্রতিপক্ষের লোকজন ফেসবুকে লেখালেখি করার কারণে ক্ষুব্ধ হয়ে মুরাদ সমর্থকরা সাহেবরামপুর ইউনিয়ন বিএনপির ব্যানারে একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এতে করে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীদের মাঝে ক্ষোভ দেখা দেয়।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, মানববন্ধন করেছে বিএনপির ব্যানারে অথচ মানববন্ধনে উপস্থিত ছিলেন সাহেবরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কালাম আকন, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আকন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মতি, সহ-সভাপতি আহসানসহ অনেকেই। এ বিষয় কালকিনি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদ সাংবাদিকদের কাছে মুঠো ফোনে বলেন, আমার বিরুদ্ধে একটি গ্রুপ অপপ্রচার চালাচ্ছে। তাই মানববন্ধন করেছে। এখনতো আর আওয়ামী লীগ দিয়ে মানববন্ধন সম্ভব না তাই বিএনপি'র লোকজন দিয়ে মানববন্ধন করা হয়েছে। কালকিনি উপজেলা যুবলীগের সদস্য খায়রুল ইসলাম বলেন, মুরাদ ভাই ভালো কি খারাপ তা জানি না তবে তিনি কালকিনি উপজেলা আওয়ামী লীগের একজন খাঁটি নিবেদিত সৈনিক। কালকিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, সাহেবরামপুর ইউনিয়নে ছাত্রদলের কোন কমিটি নেই। যারা এই কাজ করেছে তারা ছাত্রদলের নেতাকর্মী হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে কালকিনি উপজেলা বিএনপির কমিটি নেই তবে দলীয় কর্মসূচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারীর নেতৃত্বে পালিত হয়। তিনি আরো বলেন, কালকিনি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ চেয়ারম্যান। তার পক্ষে বিএনপি বা অঙ্গ সংগঠনের মানববন্ধন করা সুযোগ নেই। বিএনপির নাম ভাঙ্গিয়ে একটি কুচক্রী মহল বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার এই কাজ করেছে। যারা করেছে তারা আওয়ামী লীগের দোসর। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এমনও হতে পারে আমি এই আওয়ামী লীগের দোসরদের নিজ হাতে ধরে পুলিশে সোপর্দ করতে পারি।