নোয়াখালীর চাটখিল কুটুম ঘরে ২৬ এপ্রিল শনিবার দুপুরে ব্যবসায়ীদের সাথে স্টীলমার্ক এক মতবিনিময় সভার আয়োজন করে
নোয়াখালীর চাটখিল কুটুম ঘরে ২৬ এপ্রিল শনিবার দুপুরে ব্যবসায়ীদের সাথে স্টীলমার্ক এক মতবিনিময় সভার আয়োজন করে। আল ইমরান থাই এন্ড গ্লাস হাউজের স্বত্বাধিকারী নূর হোসেন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, স্টীলমার্কের এজিএম মোহাম্মদ সোহেল মাহবুব, মার্কেটিং ম্যানেজার শাহ আলম, এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিফাত হোসেন ও এক্সিকিউটিভ ম্যানেজার ফখরুল ইসলাম প্রমূখ।
সভায় বক্তারা স্টীলমার্ক গ্রুপ এর সিস্টার অব কনসার্ন, স্টীলমার্ক বিল্ডিং, স্টীলমার্ক এস এস, ভিনটেজ ক্যামিকেল, স্টীলমার্ক পাইপ, স্টিলমার্ক গ্যাস স্টোভ সহ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
মতবিনিময় সভায় চাটখিল উপজেলার ওয়ার্কশপ মালিক ও ফেব্রিকেটর বৃন্দ উপস্থিত ছিলেন।