শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যশোরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ১৪ ডিসেম্বর , ২০২৩ ১১:৪৭ আপডেট: ১৪ ডিসেম্বর , ২০২৩ ১১:৪৭ এএম
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যশোরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠান নিজ প্রতিষ্ঠানে বৃহস্পতিবার এ অনুষ্ঠানের আয়োজন করে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যশোরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠান নিজ প্রতিষ্ঠানে বৃহস্পতিবার এ অনুষ্ঠানের আয়োজন করে।

যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি এ বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ডক্টর আবু বক্কর সিদ্দিকী। 

কলেজের শিক্ষা পরিষদের সম্পাদক প্রফেসর মদন কুমার সাহা সভাপতিত্বে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক আব্দুল মমিন, প্রভাষক সজীব কুন্ডু। সরকারি মহিলা কলেজে আলোচনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপধ্যক্ষ প্রফেসর ডঃ মিয়া আব্দুর রশিদ শিক্ষা পরিষদের সম্পাদক প্রফেসর মাহবুবুল হক খান। অনুষ্ঠানের আয়বায়ক নাসিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক হুমায়ুন কবীর।দোয়া পরিচালনা করেন সহকারি অধ্যাপক গোলাম শারিয়ার।

যশোর সরকারি সিটি কলেজে আলোচনা সভা ও প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর অরবিন্দু কুমার কুন্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর অমলেন্দু বিশ্বাস শিক্ষা পরিষদের সম্পাদক আব্দুল হালিম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর অলোক বসু। 

যশোর জেলায় স্কুলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান জামাল উদ্দিন। দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম

এই বিভাগের আরোও খবর

Logo