যোগদানের ১২ দিনের মাথায় ওএসডি হলেন যশোর শিক্ষা বোর্ডের নতুন যোগদানকৃত চেয়ারম্যান প্রফেসর খোন্দকার কামাল হাসান।
যোগদানের ১২ দিনের মাথায় ওএসডি হলেন যশোর শিক্ষা বোর্ডের নতুন যোগদানকৃত চেয়ারম্যান প্রফেসর খোন্দকার কামাল হাসান। তার প্রেষণ প্রত্যাহারক্রমে তাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ সরকারি কলেজ শাখা-২ এর উপসচিব মাহবুব আলম সাক্ষরিত রোববারের চিঠিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গত ২৪ অক্টোবর প্রফেসর খোন্দকার কামাল হাসানকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ পদ থেকে ওএসডি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়। ৬ জানুয়ারি তাকে প্রেষণে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারমান পদে নিয়োগ দেয়া হয়। ওএসডি হওয়া চেয়ারম্যান প্রফেসর খোন্দকার কামাল হাসান বলেন, চাকরি করতে গেলে এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে যেতে হবে। এটা স্বাভাবিক নিয়ম। তবে তিনি ওএসডি হওয়ার কারণ সম্পর্কে বলেননি।