অভয়নগরে সাদপন্থীদের শাস্তি ও নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মোঃআমিনুর রহমান প্রকাশিত: ২৫ ডিসেম্বর , ২০২৪ ১৪:৪৭ আপডেট: ২৫ ডিসেম্বর , ২০২৪ ১৪:৪৭ পিএম
অভয়নগরে সাদপন্থীদের শাস্তি ও নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
অভয়নগরে সাদপন্থীদের শাস্তি ও নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

অভয়নগরে সাদপন্থীদের শাস্তি ও নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদ পন্থীদের অতর্কিত ও বর্বরোচিত হামলায় ৪ জনের মৃত্যুসহ শতাধিক আহত ও নিখোঁজের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও নিষিদ্ধের দাবিতে এমানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অভয়নগর উপজেলার নওয়াপাড়া হাইস্কুল গেট সংলগ্ন মেইন রোডে ওলামায়েকেরাম ও তৌহিদী জনতার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল  ও ঘণ্টা ব্যাপী  মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা বলেন, সাদ পন্থীরা খুনি, এরা সন্ত্রাসীদের দোষর হিসেবে কাজ করছে এই দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য। টঙ্গীর ইজতেমায় তারা যে সন্ত্রাসী হামলা চালিয়ে আমাদের ভাইদের খুন করেছে, আহত করেছে অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এই কর্মসূচি আরো কঠোরতম কর্মসূচিতে পরিণত হবে এরকমই হুশিয়ারি প্রদান করেন বক্তারা। 

এই বিভাগের আরোও খবর

Logo