রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টে আজ শনিবার, ২২ মার্চ, ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টে আজ শনিবার, ২২ মার্চ, ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখা এই মানববন্ধনের আয়োজন করে। সমাবেশে মহানগর আমির ড. মাওলানা কেরামত আলী এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুল হাসান বক্তব্য রাখেন।
বক্তারা গাজায় ইসরাইলি বাহিনীর হামলাকে গণহত্যা আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বর্বরোচিত হামলার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পাশে দাঁড়ানোর জন্য মুসলিম উম্মাহসহ সকল মানবাধিকার সংগঠনের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তির জন্য প্রার্থনা করেন।