নোয়াখালীর চাটখিলে জামাতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মোঃ হানিফ প্রকাশিত: ২৮ ডিসেম্বর , ২০২৪ ১৬:৫৮ আপডেট: ২৮ ডিসেম্বর , ২০২৪ ১৬:৫৮ পিএম
নোয়াখালীর চাটখিলে জামাতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
চাটখিল উপজেলার ৯নং খিলপাড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াত ইসলামী কর্মী সম্মেলন (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে খিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

চাটখিল উপজেলার ৯নং খিলপাড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াত ইসলামী কর্মী সম্মেলন (২৬ ডিসেম্বর)  বৃহস্পতিবার সকালে খিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খিলপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আজগর আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ  জামায়াত ইসলামী কেন্দ্রীয় কার্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ রেজাউল করিম। সম্মেলনে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা  দেলোয়ার হোসেন,শুরা ও  কার্মপরিষদ সদস্য মাও: সাইফুল্লাহ, চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন হাসান,নায়েবে আমির মাওলানা ওমর ফারুক, উপজেলা সাধারণ সম্পাদক নূর হোসেন রিয়াজ,ছাত্র শিবির নোয়াখালী জেলা উত্তর সভাপতি মশিউর রহমান, ফাহাদ প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে ড.মুহাম্মদ রেজাউল করিম বলেন আওয়ামী লীগ ১৯৭২ থেকে ৭৫ সালের শেখ মজিবের পতন হওয়া পর্যন্ত এক দলীয় শাষন বাকশাল কায়েম সকল দলকে নিষিদ্ধ ঘোষণা করে। এবং দুই একটি পত্রিকা ছাড়া সকল পত্রিকা নিষিদ্ধ করে দেয়।  তারপর ২০০৯ সাল থেকে লুটপাট টাকা পাচার ভোট বিহীন নির্বাচন, স্বৈরাচারী অপশাসনের মাধ্যমে দেশকে ধ্বংস  করে দিয়েছে। তাই তাদের কে আগামী ১৫/২০ বছর নির্বাচন থেকে দুরে রাখতে হবে। সম্মেলন শেষে আজগর আলীকে সভাপতি ও মাওলানা মনজুরুল  ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট খিলপাড়া ইউনিয়ন জামায়াতের কমিটি ঘোষণা করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo