নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সবুজ সরকার প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী , ২০২৫ ১৫:১৬ আপডেট: ২৩ ফেব্রুয়ারী , ২০২৫ ১৫:১৬ পিএম
নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নওগাঁর নিয়ামতপুরে বেসরকারি সংস্থা(এনজিও) ঘাসফুল এর আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁর নিয়ামতপুরে বেসরকারি সংস্থা(এনজিও) ঘাসফুল এর আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ভাবিচা মাঠে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাবিচা ইউনিয়ন পরিষদের  প্যানেল চেয়ারম্যান মো. মামুনুর রশীদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ঘাসফুল এনজিও উপজেলা শাখার ডেপুটি ম্যানেজার আনোয়ার হোসেন, সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী কহিনুর ইসলাম, সহকারী উপজেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মারুফ, ডাঃ ইমরান হোসেন; ইউপি সদস্য মো. মেহেদী হাসান(মামুন) প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতায় ভাবিচা ইউনিয়নের ১৮ টি শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী, কিশোর, যুবক ও প্রবীণরা অংশগ্রহণ করেন।  ৩৯ টি ইভেন্টে ১৩৯ জনকে বিজয়ী নির্বাচন করা হয়। 

এই বিভাগের আরোও খবর

Logo