ডিমলায় ভুট্টা ক্ষেতের উপর দিয়ে ট্রলি চলা চল করে ফসল বিনষ্টের বাধা দেয়ায় এক সাবেক বিজিবি সদস্যকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর যখম করেছে দুর্বৃত্তরা

মোঃ জাহিদুল ইসলাম প্রকাশিত: ১৪ মে , ২০২৫ ১৬:৪৪ আপডেট: ১৪ মে , ২০২৫ ১৬:৪৪ পিএম
ডিমলায় ভুট্টা ক্ষেতের উপর দিয়ে ট্রলি চলা  চল করে ফসল  বিনষ্টের বাধা দেয়ায় এক সাবেক বিজিবি সদস্যকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর যখম করেছে দুর্বৃত্তরা

জানা গেছে, নীলফামারী জেলার ডিমলা উপজেলা দক্ষিণ বালাপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিন এর ছেলে।  সাবেক বিজিবি সদস্য রেজাউল আলম (৫৫) এর ঘরে তোলার মতো আবাদি পাকা ভুট্টা ক্ষেতের উপর দিয়ে একই ইউনিয়নের সোভানগঞ্জ  বালাপাড়া গ্রামের তইবুল ইসলামের ছেলে সাবুল হোসেন (৩৫) মাহিন্দ্রা  ট্রলি দিয়ে গত মঙ্গলবার বিকেলে পণ্য  পরিবহনের সময় বাধা দিতে গেলে সাবুল হোসেন ও তার পক্ষীয় ৬/৭ জন সশস্ত্র হামলা চালায়। এ সময় সাবুল হোসেন হাতুড়ি দিয়ে ভুট্টা ক্ষেতের মালিক ওই সাবেক বিজিবি সদস্য রেজাউল আলমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী ওই বিজিবি সদস্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ডিমলা হাসপাতালে ভর্তি করেন। 
এ ব্যাপারে ডিমলা থানায় একটি অভিযোগ দায়ের করেছে ।  

ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এই বিভাগের আরোও খবর

Logo