নোয়াখালী জেলার
চাটখিল থানা পুলিশ অভিযান চালিয়ে গতকাল সোমবার রাতে চাটখিল পৌরসভার ৭নং ওয়ার্ডের দশানী টবগা গ্রামের তগদীর হোসেনের একটি পরিত্যক্ত ঘর থেকে রিয়াদ হোসেন (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে।
নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশ অভিযান চালিয়ে গতকাল সোমবার রাতে চাটখিল পৌরসভার ৭নং ওয়ার্ডের দশানী টবগা গ্রামের তগদীর হোসেনের একটি পরিত্যক্ত ঘর থেকে রিয়াদ হোসেন (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে। এসময় পুলিশ তার কাছ থেকে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। রিয়াদ হোসেন দশানী টবগা গ্রামের আলা উদ্দিন জমাদ্দার বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এই ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত রিয়াদ কে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।