বিএনপির অবরোধে জনগণের কোন সাড়া নেই

শামীম খান প্রকাশিত: ৭ নভেম্বর , ২০২৩ ০৯:০১ আপডেট: ৭ নভেম্বর , ২০২৩ ০৯:০১ এএম
বিএনপির অবরোধে জনগণের কোন সাড়া নেই
বিএনপির ডাকা অবরোধে জনগণের কোন সাড়া নেই বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রতিবাদে সোমবার বিকালে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে হয়। ওই সমাবেশে নিজের বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

বিএনপির ডাকা অবরোধে জনগণের কোন সাড়া নেই বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রতিবাদে সোমবার বিকালে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে হয়।
ওই সমাবেশে নিজের বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সোমনাথ সাহা বলেন, যেকোন আন্দোলন সংগ্রাম করতে হলে জনগণের অংশগ্রহণ থাকতে হয়। কিন্ত বিএনপির অবরোধে জনগণের কোন সাড়া নেই, কোন অংশগ্রহন নেই। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে কিছুই করতে পারে না। তাদের অবরোধ জনগণ প্রত্যাখান করেছে। গৌরীপুর কোন অবরোধ পালিত হয় নি। গাড়ির চাকা ঘুরছে, কলকারখানা, দোকান-পাট খোলছে। জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রেথে স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী সংসদ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করার আহ্বান জানান।

কর্মসূচিতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, নূরুল ইসলাম, রামগোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনি, উপজেলা মহিলা লীগের আহŸায়ক শিউলী চৌধুরী, গৌরীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবুল কালাম, সাবেক জিএস মাজহারুল ইসলাম টুটুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি- নাজিমুল ইসলাম শুভ, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক প্রমুখ।

এই বিভাগের আরোও খবর

Logo