হাজারো রক্তের সাগরের বিনিময় নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে

মোঃমাসুম বিল্লাহ প্রকাশিত: ৪ সেপ্টেম্বর , ২০২৫ ১৩:৩৫ আপডেট: ৪ সেপ্টেম্বর , ২০২৫ ১৩:৩৫ পিএম
হাজারো রক্তের সাগরের বিনিময় নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে
বর্ণাঢ্য আয়োজনে রামপাল উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বর্ণাঢ্য আয়োজনে রামপাল উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে বুধবার ১২ টার দিকে বৃষ্টি উপেক্ষা করে রামপাল উপজেলার প্রধান সড়কে বর্ণাঢ্য এক রেলি বের করা হয়। রেলি টি রামপাল উপজেলার প্রধান সড়ক থেকে উপজেলা অডিটোরিয়ামে পর্যন্ত এসে শেষ হয়।এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে রামপাল প্রধান সড়কে এসে মিলিত হয়।
এতে উপজেলা বি়এনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক- কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়কারী ও সাবেক সভাপতি এম এ সালাম, মাহাবুবুর রহমান টুটুল,মেহেবুবর রহমান কিশোর, শমসের আলী, আলতাফ হোসেন বাবু, মোঃ আলামিন হাওলাদার, জাহিদুল ইসলাম টুটুল প্রমুখ। এসময় উপজেলা বিএনপি এর সহযোগী সংগঠেনর শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন,হাজারও নেতাকর্মীর রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন। দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবর্ণনীয় নির্যাতন করেছে।হাজারো রক্তের সাগরের বিনিময় নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের নির্যাতনে বিএনপির অগণিত নেতাকর্মী শহীদ হয়েছেন। আহত হয়ে মৃ্ত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। আজকের এই খুশির দিনে আমরা সব নিহত নেতাকর্মীর রুহের মাগফিরাত কামনা করছি। বিএনপি চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াসহ সব অসুস্থ নেতাকর্মীর সুস্থতা কামনা করছি।

এই বিভাগের আরোও খবর

Logo