নকলায় ঈদ উপহার বিতরণ করলেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী

নাম :রেজাউল হাসান প্রকাশিত: ১৫ জুন , ২০২৪ ০৯:২১ আপডেট: ১৫ জুন , ২০২৪ ০৯:২১ এএম
নকলায় ঈদ উপহার বিতরণ করলেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক ও মহিলা ভাইস চেয়ারম্যান লাকী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ ও অধ্যাপক আব্দুল খালেক, যুগ্মসাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্মসাধারণ সম্পাদক খলিলুর রহমান ও আনিসুর রহমান সুজা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, ছামিউল হক মুক্তা ও আব্দুর রশিদ সরকারসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী; নকলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসাইন, সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও মোঃ নূর হোসেন, দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম লালন,সদস্য রেজাউল হাসান সাফিত সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মহান জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী এম.পি আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে শনিবার (১৫ জুন) সকাল ৯ টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মোট ১৭৪টি স্কুল ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার স্বরূপ নগদ আর্থিক প্রণোদনা প্রদান করেছেন।

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষি মন্ত্রী সংসদীয় আসন ১৪৪ (শেরপুর-২) এর এম.পি মতিয়া চৌধুরী তাঁর নির্বাচনী এলাকার অংশ নকলা উপজেলার প্রথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও সংযুক্ত আলেয়া মাদ্রাসার ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর মেধাবী সেরা ১০ শিক্ষার্থীদের মাঝে সমহারে (এক হাজার টাকা) আর্থিক প্রণোদনা প্রদান করেন।

তিনি নকলা উপজেলায় ২টি ভ্যানুতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা প্রদান করবেন। এদিন সকাল ৯ টার সময় চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পাঠাকাটা, টালকী, চরঅষ্টধর ও চন্দ্রকোনা ইউনিয়নের প্রাপ্য শিক্ষার্থীদের মাঝে এবং সাড়ে ১০ টার সময় নকলা পৌরসভার মুজিব শতবর্ষ মঞ্চ মাঠে গনপদ্দী, নকলা, উরফা, গৌড়দ্বার, বানেশ্বরদী ইউনিয়নের ও পৌরসভাধীন প্রাপ্য শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা প্রদানের কাজ শেষ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক ও মহিলা ভাইস চেয়ারম্যান লাকী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ ও অধ্যাপক আব্দুল খালেক, যুগ্মসাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্মসাধারণ সম্পাদক খলিলুর রহমান ও আনিসুর রহমান সুজা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, ছামিউল হক মুক্তা ও আব্দুর রশিদ সরকারসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী; নকলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসাইন, সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও মোঃ নূর হোসেন, দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম লালন,সদস্য রেজাউল হাসান সাফিত সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ১৪ জুন (শুক্রবার) সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এম.পি নালিতাবাড়ী উপজেলার প্রথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও সংযুক্ত আলেয়া মাদ্রাসার ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর মেধাবী সেরা ১০ শিক্ষার্থীদের মাঝে সমহারে (এক হাজার) টাকা করে মোট ৮৪ লাখ ২০ হাজার টাকা আর্থিক প্রণোদনা প্রদান করেন।

সংসদ উপনেতার একান্ত সচিব মোহাম্মদ শাহজালাল-এঁর স্বাক্ষরিত সফর সূচি অনুযায়ী প্রণোদনা প্রদান শেষে নকলা হতে সড়ক পথে রাজধানী ঢাকার নিজ বাসভবন রমনা এপার্টমেন্ট কমপ্লেক্সের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo