নেত্রকোনা ৫ মনোনয়ন বঞ্চিত ২ স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা নৌকা ডোবাতে যেন মরিয়া

মোহাম্মদ সাগর আহমেদ প্রকাশিত: ৩১ ডিসেম্বর , ২০২৩ ১০:৪১ আপডেট: ৩১ ডিসেম্বর , ২০২৩ ১০:৪১ এএম
নেত্রকোনা ৫ মনোনয়ন বঞ্চিত ২ স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা নৌকা ডোবাতে যেন মরিয়া
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে নৌকা ডোবাতে মরিয়া আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত দুই স্বতন্ত্র প্রার্থী। তাদের একজন হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ড. আনোয়ার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল ফকির। তাদেরকে সমর্থন দিয়ে নিয়মিত নির্বাচনী প্রচারণা নেমেছে জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জি. তুহিন আহাম্মেদ খান, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শাহনাজ পারভীন ও উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন। তারা প্রতীক বরাদ্দের প্রথম দিকে নৌকার পক্ষে কাজ করলেও এখন পুরোদমে নৌকার বিপক্ষে নির্বাচনে অংশ নিয়েছেন।

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে নৌকা ডোবাতে মরিয়া আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত দুই স্বতন্ত্র প্রার্থী। তাদের একজন হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ড. আনোয়ার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল ফকির। তাদেরকে সমর্থন দিয়ে নিয়মিত নির্বাচনী প্রচারণা নেমেছে জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জি. তুহিন আহাম্মেদ খান, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শাহনাজ পারভীন ও উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন। তারা প্রতীক বরাদ্দের প্রথম দিকে নৌকার পক্ষে কাজ করলেও এখন পুরোদমে নৌকার বিপক্ষে নির্বাচনে অংশ নিয়েছেন।

তারা নৌকার প্রার্থী ও বাংলাদেশ আ.লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনর বিরুদ্ধে ভোটযুদ্ধে নেমেছেন। এতে এ আসনে দলের তৃলমূলের নেতাকর্মী এখন ত্রিধারায় বিভক্ত। তবে মাঠ জরিপে নৌকা প্রচারে এগিয়ে আছেন। তৃণমূলের নেতৃবৃন্দরা মনে করেন নৌকার প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হবেন।
নৌকার মনোনীত প্রার্থী আহমদ হোসেন বিরুদ্ধে ভোটের মাঠে ঈগল প্রতীক নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.আনোয়ার হোসেন এবং ট্রাক প্রতীক নিয়ে ঢাকা মহানগর উত্তর কৃষকলীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম সোহেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় নেতাকর্মীরা আহমদ হোসেনকে সমর্থন করলেও দলের একাংশের নেতা-কর্মীরা প্রকাশ্যে ও গোপনে সমর্থন দিয়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীদের।
স্থানীয় একটি সূত্রে জানা গেছে, নৌকাকে পরাজিত করতে জামাত-বিএনপি ও ইসলামী আন্দোলন'র কর্মীদের সাথে বিভিন্নভাবে সখ্যতা গড়ে তুলতে চেষ্টা করছেন স্বতন্ত্র প্রার্থীরা।
জানা গেছে, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আ.লীগ সদস্য শেখ রাজু আহাম্মেদ রাজ্জাক সরকার।

এই বিভাগের আরোও খবর

Logo