ঝালকাঠিতে ট্রাক চাপায় কাঠালিয়ার নিহতদের পরিবারকে আর্থিক অনুদান দিলেন উপজেলা নির্বাহী অফিসার

মোঃ ফয়সাল আহম্মদ প্রকাশিত: ২০ এপ্রিল , ২০২৪ ০৯:৪০ আপডেট: ২০ এপ্রিল , ২০২৪ ০৯:৪০ এএম
ঝালকাঠিতে ট্রাক চাপায় কাঠালিয়ার নিহতদের পরিবারকে আর্থিক অনুদান দিলেন উপজেলা নির্বাহী অফিসার
ঝালকাঠিতে ট্রাক চাপায় কাঠালিয়ার নিহতদের পরিবারকে আর্থিক অনুদানের চেক দিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন।

ঝালকাঠিতে ট্রাক চাপায় কাঠালিয়ার নিহতদের পরিবারকে আর্থিক অনুদানের চেক দিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সভাকক্ষে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের মোঃ ইব্রাহিম হাওলাদারের স্ত্রী তহমিনা ও মেয়ে নুরজাহানের পরিবারকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহমাদুর রহমান, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ। মৃত ব্যক্তির পক্ষে চেক গ্রহন করেন ইব্রাহিমের চাচা মোঃ আজিজুর রহমান ও ছোট ভাই মোঃ রফিক।

আপরদিকে সকাল ১১ টায় তহমিনা ও তার মেয়ে নুরজাহানের জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। এলাকায় চলছে শোকের মাতাম। 

উল্লেখ্য যে, গতকাল বুধবার দুপুরে গাবখান টোল প্লাজায়  সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় প্রাইভেটকার ও অটোরিকশার ১৪ যাত্রী নিহত হয়েছে। এতে আরো ১২ জন আহত হয়েছে। এর মধ্যে শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের মোঃ ইব্রাহিম হাওলাদারের স্ত্রী তহমিনা ও মেয়ে নুরজাহান নিহত হন।

একই সময় গত ৭ এপ্রিল কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে নিহত উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের হেলেনা বেগম এর পরিবারকে ২০ হাজার টাকার চেক প্রদান কর হয়।

এই বিভাগের আরোও খবর

Logo