কাঁঠালিয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

মোঃ ফয়সাল আহম্মদ প্রকাশিত: ১৬ মার্চ , ২০২৪ ১৫:৪৪ আপডেট: ১৬ মার্চ , ২০২৪ ১৫:৪৪ পিএম
কাঁঠালিয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
শুক্রবার (১৫ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে "স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই শ্লোগানকে সমানে রেখে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে "স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই শ্লোগানকে সমানে রেখে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে

দিবসটি উপলক্ষে কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমদ্দার, কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার।

সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশনেন সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোঃ মজিবুর রহমান, পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জলিলুর রহমান আকন, থানার এসআই মোঃ জাহাঙ্গির হোসেন, বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বাচ্চু ও সাংবাদিক মোঃ আবদুল হালিম। সভার পুর্বে র‍্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

এই বিভাগের আরোও খবর

Logo