ময়মনসিংহের নান্দাইল উপজেলার চলতি ২০২৪-২৫ অর্থ বছরে আউশ ধান চাষাবাদের জন্য পৌরসভা সহ ১৩ ইউনিয়নের ১ হাজার ৩ শত ৮০ জন কৃষকের মাঝে উফসী আউশ ধান চাষাবাদ করার জন্য কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে এক কালীন প্রণোদনা বিতরণ করা হয়েছে।প্রতি জন কৃষককে ৫ কেজি উফসী আউশ বীজ, ১০ কেজি ডি এ পি সার ও ১০ কেজি এম ও পি সার বিনামূল্যে প্রদান করা হয়েছে।প্রতিজন কৃষক ৭১০ টাকা অর্থমূলের মালামাল পেয়েছে।এতে করে নান্দাইল উপজেলার জন্য সরকারী ৯ লাখ ৭৯ হাজার ৮ শত টাকা ব্যয় হয়েছে।উপজেলা কৃষি অফিসার নাঈমা সুলতানা জানান বিএডিসি (বীজ)বিভাগ থেকে মালামাল সরবরাহ করা হয়েছে। কৃষি বিভাগ শুধু বিতরণের দায়িত্ব পালন করেছেন।উপ-সহকারী কৃষি অফিসারগণের সহযোগীতায় বিএনপি জামায়াত সহ অন্যন্য সমমনা দলের নেতৃবৃন্দ প্রনোদনার জন্য কৃষক নির্বাচন করে তালিকা জমা দেন।