শেরপুর নকলায় ২নং নকলা ইউনিয়নে ফ্রি চিকিৎসা ও ব্লাড গ্রুপিং সেবা অনুষ্ঠিত হয়েছে
শেরপুর নকলায় ২নং নকলা ইউনিয়নে ফ্রি চিকিৎসা ও ব্লাড গ্রুপিং সেবা অনুষ্ঠিত হয়েছে।
২৯ (এপ্রিল) মঙ্গলবার ২নং নকলা ইউনিয়ন ছত্রকোনা মোড়ের মরহুম সামছল হক ডিলারের বাড়িতে জনসাধারণের মাঝে ফ্রি সেবা প্রদান করা হয়।
২নং নকলা ইউনিয়নের কৃতি সন্তান সাংবাদিক রেজাউল হাসান সাফিতের উদ্যোগে আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টার সার্বিক ব্যবস্থাপনায় ৭৫ জন মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা এবং ব্লাড গ্রুপিং ৬০ জনকে ফ্রি সেবা প্রদান করা হয়।
এ সময় আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের ম্যানেজার শরিফুল ইসলাম শরিফ, এমবিবিএস (ডি ইউ) পিজিটি মেডিসিন
ডাঃ রিফাত হোসেন,এমবিবিএস (ডি ইউ) পিজিটি গাইনি ডাঃশারমিন সুলতানা,ছত্রকোনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:নজরুল ইসলাম প্রমুখ গণ উপস্থিত ছিলেন।