জেলা পরিষদ ভবন ভেঙ্গে ফেলা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ১৯ মার্চ , ২০২৪ ০৯:৩১ আপডেট: ১৯ মার্চ , ২০২৪ ০৯:৩১ এএম
জেলা পরিষদ ভবন ভেঙ্গে ফেলা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত
যশোর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা সোমবার সাকলে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত হয়।সভা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন, যশোরের ঐতিহ্য রক্ষা জেলা পরিষদ ভবন না ভেঙ্গে সংস্কার করা হোক। রেজিস্ট্রি অফিসের পুরাতন ভবন সংরক্ষণ করা প্রয়োজন। তিনি আরো বলেন বড়বাজারে মেইন গেট বন্ধ করে আশেপাশ খুলে রাখা হয়েছে। এতে করে রিক্সা ব্যান ঢোকার কারনে বাজারে ব্যাপক যানজট হচ্ছে। মানুষের পায়ে হেটে কেনা কাটা করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

যশোর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা সোমবার সাকলে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত হয়।সভা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন, যশোরের ঐতিহ্য রক্ষা জেলা পরিষদ ভবন না ভেঙ্গে সংস্কার করা হোক। রেজিস্ট্রি অফিসের পুরাতন ভবন সংরক্ষণ করা প্রয়োজন। তিনি আরো বলেন বড়বাজারে মেইন গেট বন্ধ করে আশেপাশ খুলে রাখা হয়েছে। এতে করে রিক্সা ব্যান ঢোকার কারনে বাজারে ব্যাপক যানজট হচ্ছে। মানুষের পায়ে হেটে কেনা কাটা করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এই বক্তব্যে প্রেক্ষিতে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন , জেলা পরিষদ ভবন ভেঙ্গে ফেলা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। এখানে আমার কিছু করার নেই। যশোর বাসির দাবী মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। রাস্তার ধারের ফুটপাত দখল হয়ে যাওয়ায় চলাচলের দুর্ভোগ পোহাতে হয়। এজন্য উচ্ছেদ অভিয়ান পরিচালনা করা হয়। একই কথা বলেন জেলা পরিষরেদ প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান। তিনি বলেন ভবন ভেঙ্গে ফেলে নতুন ভবন নির্মান করার বিষয় সরকারি সিদ্ধান্ত। তিনি বলেন নড়াইল রোডের ধারের গাছের মূল্য নির্ধারণ হয়েছে। গাছ গুলো দ্রুত কর্তনের কার্যক্রম শুরু চলমান রয়েছে। বেনাপোলসড়কের গাছ ঝুঁকিপূর্ণ। সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া প্রয়োজন।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, ঈদের সময় মোমিননগরেরসামনে, মুজিব সড়কের ফুটপাত গরীব মানুষেরা দোকান দিয়ে বসে বেচাকেনা করে। অভিযান চালিয়ে তাদের উচ্ছেদ করা হয়। ঈদের সময় যেন এস ব ফুটপাত তেকে ছোট খাটো দোকান উচ্ছেদ না। জেলা পরিষণ থেকে থেকে সাহিত্য পরিষদের জন্য একটি কক্ষ দেয়ার কথাও বলেন।

অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ও অ্যাপস বেলাল হোসাইন বলেন, ঈদকে সামনে রেখে বাজারে একটু যানজট হচ্ছে।  বাজারে রিত্সা ভ্যান ঢুকে যেনর যানজট সৃষ্টি করতে না পারে,এজন্য ব্যবসায়ীদের কথা কথা বলা হবে। বাজারের পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনের অভিযান চালানো হবে।

সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস বলেন বর্তমানে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।। এসন্য সকলকে টিকা দেয়া হবে। টিকার চাহিদা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আসলে টিকা দেয়া শুরু করা হবে। বেনাপোলে স্ক্রিনিং সেন্টার করার সিদ্ধান্ত হয়েছে। জায়গার অভাবে নির্শান করা যাচ্ছেনা।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন ভৈরব চত্বরের পার্কের ওয়াকওয়ে সম্প্রসারন ও কচুরী পরিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পার্কের ভৈরবের ধারে দর্শনার্থীদের নিরাপত্তার জন্য র‌্যালিং স্থাপন করা হবে।

এলজিইডির নির্ভাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, বিঝয়স্তম্ভের উন্নয়ণ কার্যক্রম শেয় করা ও পরিবেশ ভাল করা হয়েছে। এটি পৌরসভার কাছে হস্তান্তর করা হবে।

জেলা কৃষি সম্প্রাসরণ অধিদপএতরর উপপরিচালক ড. সুশান্ত কুমার তরফদার বোরো ধান লক্ষ্য মাত্রার চেয়ে বেশি হেক্টর জমিতে ফলন হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo