মাদক সেবনের অভিযোগে যুবলীগ নেতাসহ পাঁচ জনের জেল-জরিমানা

মোঃ এরশাদ আলী প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী , ২০২৪ ০৭:১৯ আপডেট: ৫ ফেব্রুয়ারী , ২০২৪ ০৭:১৯ এএম
মাদক সেবনের অভিযোগে যুবলীগ নেতাসহ পাঁচ জনের জেল-জরিমানা
বগুড়ার আদমদীঘির সান্তাহারে মাদক সেবনের অভিযোগে পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহ পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সন্ধ্যায় এই রায় দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন।

বগুড়ার আদমদীঘির সান্তাহারে মাদক সেবনের অভিযোগে পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহ পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সন্ধ্যায় এই রায় দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন।

অভিযুক্তরা হলেন- উপজেলার সান্তাহার পৌর যুবলীগের ৩নং যুগ্ম সাধারণ সম্পাদক ও ইয়ার্ড কলোনী মহল্লার মৃত মইনউদ্দিন খানের ছেলে শাহাবুদ্দিন কাঞ্চন (৪৩), নওগাঁর নতুন সাহাপুর এলাকার দুলাল মন্ডলের ছেলে মানিক হোসেন (৩২), দোগাছী মধ্যপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মোঃ খুকু (৪৬), ফতেপুর এলাকার মিজানুর রহমানের ছেলে রাসেল রানা (২৭), একই এলাকার আব্দুল মসজিদের ছেলে নাহিদ হাসান (২৪)। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের উপ-পরিদর্শক শামিমা আক্তার জানান, রবিবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য সেবনের সময় পাঁচ মাদকসেবিকে আটক করা হয়েছে। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাহাবুদ্দিন কাঞ্চনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, মানিক হোসেনকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, খুকুকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড, রাসেল রানাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, নাহিদ হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo