মাদারীপুরে বৃষ্টির জন্য নামাজ আদায়

মাসুদ রেজা ফিরোজী প্রকাশিত: ২৫ এপ্রিল , ২০২৪ ১২:০৫ আপডেট: ২৫ এপ্রিল , ২০২৪ ১২:০৫ পিএম
মাদারীপুরে বৃষ্টির জন্য নামাজ আদায়
মাদারীপুরে অনাবৃষ্টি ও দাবদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার মাদ্রা স্কুল অ্যান্ড কলেজের মাঠে খোলা আকাশের নিচে এই নামাজ অনুষ্ঠিত হয়।

মাদারীপুরে অনাবৃষ্টি ও দাবদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার মাদ্রা স্কুল অ্যান্ড কলেজের মাঠে খোলা আকাশের নিচে এই নামাজ অনুষ্ঠিত হয়।

এ সময় নামাজের ইমামতি করেন মাদ্রা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. নেছার উদ্দীন।নামাজে সাধারণ মানুষের পাশাপাশি অংশগ্রহণ করেন কৃষক, চিকিৎসক, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ ।

নামাজ শেষ করে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার পাশাপাশি বৃষ্টির জন্য দোয়া করেন মুসল্লিরা।খুদবা পাঠ করেন মাওলানা ফয়সাল মাহমুদ।মাওলানা ফয়সাল মাহমুদ বলেন, প্রচণ্ড গরম ও দাবদাহে বৃষ্টির দেখা নেই। তাই নামাজ পড়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেছি। এত রোদে মানুষ ঘরেও থাকতে পারছে না।

এই বিভাগের আরোও খবর

Logo