কাঠালিয়ায় পরিবার সম্মেলন অনুষ্ঠিত

মোঃ ফয়সাল আহম্মদ প্রকাশিত: ২৫ মার্চ , ২০২৪ ১০:৫৪ আপডেট: ২৫ মার্চ , ২০২৪ ১০:৫৪ এএম
কাঠালিয়ায় পরিবার সম্মেলন অনুষ্ঠিত
দুই সন্তানেই হবে বেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় পরিবার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৪ মার্চ) সকাল ১১টায় শৌলজালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২৫টি পরিবারের চারজন করে দম্পত্তি অংশ নেয়।

দুই সন্তানেই হবে বেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  ঝালকাঠির কাঠালিয়ায় পরিবার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৪ মার্চ) সকাল ১১টায় শৌলজালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২৫টি পরিবারের চারজন করে দম্পত্তি অংশ নেয়। 

নিরাপদ মাতৃত্ব, প্রসবোত্তর পরিবার পরিকল্পপনা এবং মা ও শিশু স্বাস্থ্য বান্ধব আর্দশ পরিবার গঠনের লক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর এ সম্মেলনের আয়োজন করেন।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, এডিটর আই ই এম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা এর মোঃ নেছার উদ্দিন, পরিবার পরিকল্পনা বরিশাল বিভাগের পরিচালক মোঃ নিয়াজুর রহমান, ঝালকাঠি জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোঃ শহীদুল ইসলাম, ডিষ্টিক কনসালটেন্ট ডাঃ সৌরেন্দ্র নাথ সাহা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দোলোয়ার হোসেন, মেডিকেল অফিসার ডাঃ নাঈম আহমেদ, শৌলজালিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন।

এ সময় উপস্থিত শৌলজালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার মৃনাল কান্তি ভদ্র, কাঠালিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার পরিকল্পনা  সহকারী মোঃ সোহানুর রহমান, মোঃ জাহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ ইশ্রাফিল তালুকদার শুভ, মোঃ আল আমিন, মোঃ হেলাল উদ্দিন, মোঃ এহতেশামুল খান ইমন, সাবেক এফপিআই মোঃ গোলাম কবির ঝন্টু প্রমূখ।

এই বিভাগের আরোও খবর

Logo