তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাঠালিয়ায় যুব সমাবেশ

মোঃ ফয়সাল আহম্মদ প্রকাশিত: ১ জানুয়ারী , ২০২৫ ১৮:০৭ আপডেট: ১ জানুয়ারী , ২০২৫ ১৮:০৭ পিএম
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাঠালিয়ায় যুব সমাবেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাঠালিয়ায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাঠালিয়ায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদল এ সমাবেশের আয়োজন করে। আজ ৩১ ডিসেম্বর বিকালে কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন-দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও ষড়যন্ত মুক্ত হয়নি। ছাত্র-জনতা বিজয় অর্জন করলেও এখনও আমাদের যুদ্ধ শেষ হয়নি। তারেক রহমানের ৩১ দফ বাস্তবায়িত হলে রাষ্ট্রের সকল কাঠামো শক্তিশালী হবে, জনগন পাবে ন্যয় বিচার, দেশ হবে দুর্নীতি মুক্ত। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহিন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীন। সভায় বিশেষ অতিথি ছিলেন-কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন নিজাম মীরবহর, সাংগঠনিক সম্পাদক মোঃ আলিমুল ইসলাম আলিম মুন্সি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সদস্য মোঃ আহসানুল হক হাসান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ কিশোর মাহমুদ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব এ্যাডভোকেট আনিচুর রহমান খান। এ সময় বক্তব্য রাখেন উপজেলার ছয় ইউনিয়নের যুবদলের সভাপতিবৃন্দ। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo