সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মুক্তির দাবিতে ড. রফিকুল ইসলাম হিলালী

কোহিনূর আলম প্রকাশিত: ১২ ডিসেম্বর , ২০২৪ ১৯:১৩ আপডেট: ১২ ডিসেম্বর , ২০২৪ ১৯:১৩ পিএম
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মুক্তির দাবিতে ড. রফিকুল ইসলাম হিলালী
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মুক্তির দাবিতে ড. রফিকুল ইসলাম হিলালী

কেন্দুয়া-আটপাড়া আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ড. রফিকুল ইসলাম হিলালী নেত্রকোণায় অনুষ্ঠিত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন ।বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে নেত্রকোণা সদর পৌর শহরের শহীদ মিনারে  এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অংশগ্রহণ করেন তিনি । 
নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত ও এস এম মনিরুজ্জামান দুদুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্যে কেন্দুয়া-আটপাড়া আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য  ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের পতনে '২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগ আমাদের আগামীর বাংলাদেশ বিনির্মানের প্রধান পাথেয় । স্বৈরশাসকের পতন হয়েছে । তাই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবরসহ সকল রাজবন্দীর মুক্তি দিতে হবে । অন্যথায় জেলা প্রশাসন ঘেরাও ও ঢাকামুখী লংমার্চের হুমকি দেন তিনি । বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য করে বলেন, সংস্কার ও উন্নয়ন কাজে সহযোগিতার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সুষ্ঠু ও গণপ্রতিনিধিত্বমূলক নির্বাচন অনুষ্ঠানের পক্ষে বদ্ধপরিকর । এছাড়া উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, সকলকে সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে তারেক জিয়ার হাতকে আরো শক্তিশালী করে তুলতে হবে । যাতে কোন অপশক্তিই আমাদের মুক্তির পথকে নস্যাৎ করে দিতে না পারে । 
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, সাবেক সভাপতি নুরুজ্জামান নুরু, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক, আবু তাহের তালুকদার, সাবেক সহসভাপতি আব্দুল মান্নান তালুকদার, সাবেক সহসভাপতি ইমরান খান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজাসহ অসংখ্য নেতাকর্মী ।

এই বিভাগের আরোও খবর

Logo