জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে ভোলায় সমাবেশ-বিক্ষোভ

শরীফ হোসাইন প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী , ২০২৫ ১৩:১৫ আপডেট: ১৯ ফেব্রুয়ারী , ২০২৫ ১৩:১৫ পিএম
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে ভোলায় সমাবেশ-বিক্ষোভ
জামায়াতে ইসলামীর নেতা, সাবেক সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে ভোলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা।

জামায়াতে ইসলামীর নেতা, সাবেক সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে ভোলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা। মঙ্গলবার দুপুরে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করতে ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নসহ বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা ভোলা শহরের ৪টি স্থানে জড়ো হতে থাকে। স্থানগুলো হলো- কালিনাথ রায়ের বাজারের হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গন, খলিফাপট্টি জামে মসজিদ, কে-জাহান মার্কেট ও নিজাম-হাসিনা জামে মসজিদ প্রাঙ্গন। আজহারুল ইসলামের মুক্তির দাবীসহ বিভিন্ন শ্লোগানে শ্লোগানে ওই স্থানগুলোতে নেতা-কর্মীরা সমবেত হন। ওইসব স্থান থেকে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ভোলা প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়। সেখানে জায়গার সংকুলান না হওয়ায় সংগঠনের নেতা-কর্মীরা ভোলা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় অস্থায়ী মঞ্চে বিক্ষোভ মিছিলপূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ বিক্ষোভ মিছিলে জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করে। এক সময় শহরের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মুখ, নতুন বাজার, বাংলাস্কুল মোড় নেতা-কর্মীদের পদচারণায় মুখরিত হয়। এ যেন এক জনসমুদ্রে রূপ নেয়। এ সময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির মাস্টার জাকির হোসাইন, সেক্রেটারী জেনারেল মাওলানা হারুন-অর-রশিদ, নায়েবে আমির মাওলানার নজরুল ইসলাম, উপজেলা আমি মাওলানা কামাল হোসেন, পৌর আমির মাওলানা জামাল উদ্দিন প্রমূখ। বিক্ষোভ পূর্ব সমাবেশ শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  এ ছাড়া জামায়াতে ইসলামীর নেতা মাষ্টার নুরুল ইসলাম, মাওলানা আবদুল গাফফার, মাওলানা আবদুল বারি, আবু জাহান কবির, মাষ্টার বেলায়েত হোসেনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামায়াত নেতারা বলেন, ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি লুৎফুর রহমান বাবর মুক্তি পেয়েছেন। তারেক রহমানও মুক্তি পেয়েছেন। এতে সবাই খুশি ও আনন্দিত। তবে এখনও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি না পাওয়ায় বিষয়টি দুঃখজনক। বর্তমান সরকারের ৬ মাস অতিবাহিত হলেও মজলুম এ জননেতার মুক্তি মেলেনি। জামায়াত নেতারা বলেন, আগামী ২০ ফেব্রুয়ারি মামলার শুনানীর দিনে আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। আর যদি মুক্তি দেয়া না হয় তা হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আর যারা এই মিথ্যা মামলায় স্বাক্ষী দিয়েছে, যে বিচারকরা রায় দিয়েছিলেন তাদেরও বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে স্বৈরাচারী সরকারের বাতিল করা জামায়াত-শিবিরের নিবন্ধন ফিরিয়ে দেয়ারও দাবি জানান নেতৃবৃন্দ।

এই বিভাগের আরোও খবর

Logo