জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা.এমএ মান্নান খানকে নাশকতা মামলায় আজ ৪মার্চ দুপুরে আটক করেছে ডিবি পুলিশ।জামালপুর সদর থানার ওসি তদন্ত গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মীর্জা আযম এর ঘনিষ্ঠজন। তার বিরুদ্ধে ২৪ এর ছাত্র জনতার আন্দোলনে নিপিড়নের অভিযোগ আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।