জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে নান্দাইলে যুব র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদ মিয়া প্রকাশিত: ১২ আগস্ট , ২০২৫ ১৫:১৫ আপডেট: ১২ আগস্ট , ২০২৫ ১৫:১৫ পিএম
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে নান্দাইলে যুব র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের নান্দাইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে ১২ আগস্ট উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।র‍্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সানজিদা ইসলাম ছোয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জি এম সেলিম রেজা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নান্দাইল ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সাগর জন কস্তা, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, দৈনিক কালবেলার নান্দাইল প্রতিনিধি হান্নান মাহমুদ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি, যুব উদ্যোক্তা ফরিদ মিয়া, মোজাম্মেল হক প্রমুখ।
বক্তারা সভায় “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানায়।
অনুষ্ঠান শেষে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার।

এই বিভাগের আরোও খবর

Logo