ফরিদপুরে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

নাজিম বকাউল প্রকাশিত: ১৯ মার্চ , ২০২৪ ১০:৩৩ আপডেট: ১৯ মার্চ , ২০২৪ ১০:৩৩ এএম
ফরিদপুরে  বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন
ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ৯টায় শহরের অম্বিকা ময়দানে জাতীয় সঙ্গীত ও বঙ্গবন্ধুর মোরালে পুস্পস্তবক অর্পনের শধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করা হয়।

ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ৯টায় শহরের অম্বিকা ময়দানে জাতীয় সঙ্গীত ও বঙ্গবন্ধুর মোরালে পুস্পস্তবক অর্পনের শধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করা হয়। 

এসময় ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য একে আজাদ, জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোর্শেদ আলম, জেলার মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীগসহ তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং স্কুল কলেজের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।

পরে দিবসটি উপলক্ষে অম্বিকা মেমোরিয়াল হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ কামরুল আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য একে আজাদ, পুলিশ সুপার মোর্শেদ আলম। এসময় শিশু কিশোরসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিল।

এই বিভাগের আরোও খবর

Logo