নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতাদের বিরুদ্ধে কৃষকদলের সমাবেশে হামলার অভিযোগ

মোঃ হানিফ প্রকাশিত: ২৫ জানুয়ারী , ২০২৫ ২৩:৪৭ আপডেট: ২৫ জানুয়ারী , ২০২৫ ২৩:৪৭ পিএম
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতাদের বিরুদ্ধে কৃষকদলের সমাবেশে হামলার অভিযোগ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষকদলের সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে কৃষকদলের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। এ হামলার জন্য স্থানীয় বিএনপির নেতাদের অভিযুক্ত করেছেন কৃষকদলের নেতারা।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষকদলের সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে কৃষকদলের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। এ হামলার জন্য স্থানীয় বিএনপির নেতাদের অভিযুক্ত করেছেন কৃষকদলের নেতারা। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় চর এলাহী ইউনিয়নের জাইকা আশ্রয়কেন্দ্র মাঠে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর রাত ৯টায় নোয়াখালীর মাইজদীতে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কৃষকদলের নেতারা। কোম্পানীগঞ্জ উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম মেম্বার জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কৃষকদের ঐক্যবদ্ধ করতে কৃষক সমাবেশ আয়োজন করা হয়েছিল। তবে স্থানীয় বিএনপি নেতাদের বাধার মুখে প্রথম ভেন্যু পরিবর্তন করে জাইকা আশ্রয়কেন্দ্র মাঠে নতুন ভেন্যুতে সমাবেশের আয়োজন করা হয়। তিনি অভিযোগ করেন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আলম শিকদার ও সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনের নির্দেশে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশে হামলা চালায়। হামলায় আমি ও আরও চারজন আহত হই। হামলাকারীরা আমার পকেট থেকে মোবাইল ও ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং মাইকসহ অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে। জসিম মেম্বারের ওপর হামলাকারীদের মধ্যে যুবদলের সাবেক সভাপতি ইসমাইল, ছাত্রদলের সাবেক সদস্য সচিব বাহাদুরসহ প্রায় দেড়শ লোক অংশ নিয়েছিল বলে অভিযোগ করেন তিনি। জেলা কৃষকদলের আহ্বায়ক ভিপি পলাশ বলেন, ‘কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চর এলাহী ইউনিয়নে এ সমাবেশ করা হয়। তবে বিএনপির নেতাদের পক্ষ থেকে হামলা চালিয়ে কর্মসূচি ভন্ডুল করা হয়। এতে জান্নাতুল ফেরদাউস নামে এক কৃষানি গুরুতর আহত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।’তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আমরা দলের হাই কমান্ডকে জানিয়েছি এবং সবাই ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি।’ অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আলম শিকদার বলেন, কৃষকদলের কর্মসূচির কোনো তথ্য আমার জানা নেই। হামলার বিষয়েও কিছু জানি না। কেন আমাকে জড়িয়ে অভিযোগ করা হচ্ছে, সেটাও আমি জানি না।

এই বিভাগের আরোও খবর

Logo