হরতালের প্রতিবাদে আ: লীগের মোটরসাইকেল শোভাযাত্রা ও শান্তি সমাবেশ

নাজিম বকাউল প্রকাশিত: ২৯ অক্টোবর , ২০২৩ ১২:৪০ আপডেট: ২৯ অক্টোবর , ২০২৩ ১২:৪০ পিএম
হরতালের প্রতিবাদে আ: লীগের  মোটরসাইকেল শোভাযাত্রা ও শান্তি সমাবেশ
দেশব্যাপী বিএনপি-জামাতের ডাকা হরতালের প্রতিবাদে ফরিদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে এক মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে শহরের আলিপুরে আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে মোটরসাইকেল মিছিলটি বের হয়।

দেশব্যাপী বিএনপি-জামাতের ডাকা হরতালের প্রতিবাদে  ফরিদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে এক মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে শহরের আলিপুরে আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে মোটরসাইকেল মিছিলটি বের হয়। হরতাল বিরোধী বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক ঘুরে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জেলা আওয়ামীলীগের সভাপতি শামিম হকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল ব্যানার্জি, যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস ঝর্ণা হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ। এ ছাড়াও আওয়ামীলীগের উপদেষ্টা একে আজাদ সমর্থীত অন্য একটি গ্রুপ শহরে মোটরসাইকেল শো ডাউন শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শওকত আলী জাহিদের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর শহর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট বদিউজামান বাবুল, ১৩ নং ওয়ার্ড আ: লীগের সভাপতি ওহিদুর রহমান,  কানাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির মোহাম্মদ বিলায়েত হোসেন।

সভায়  বক্তারা ‌জানান, বিএনপি জামাত দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। আবার তারা ২০১৪ সালের মত জালাও পোড়াও  এর মত রাজনীতি করা চেষ্টা করছে। যা প্রতিহত করতে আওয়ামীলীগের নেতাকর্মীরা মাঠে থাকবে। তারা আজকে হরতাল ডেকে দেশের উন্নয়নমূলক কার্যক্রম কে বাধাগ্রস্থ করার চেষ্টা করেছে।‌ বিএনপি জামাত চক্রের  হাতে একজন পুলিশ সদস্য খুন হওয়া এবং প্রধান বিচারপতির বাসায় হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। এবং অবিলম্বে হামলাকারীকে ‌ আইনের আওতায় আনার আহবান জানান বক্তরা।

এই বিভাগের আরোও খবর

Logo