জনগণের আস্থার রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা অব্যাহত রেখেছে হাটহাজারী এবি পার্টি

জাবেদ হোসাইন প্রকাশিত: ২০ জুলাই , ২০২৫ ১৭:৪৯ আপডেট: ২০ জুলাই , ২০২৫ ১৭:৪৯ পিএম
জনগণের আস্থার রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা অব্যাহত রেখেছে হাটহাজারী এবি পার্টি
চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনের আওতাধীন পৌরসভা, ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ডভিত্তিক নেতৃবৃন্দ ও সংগঠকদের অংশগ্রহণে এবি পার্টির এক মতবিনিময় সভা শনিবার (১৯ জুলাই) বিকেলে হাটহাজারী বাস স্টেশনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনের আওতাধীন পৌরসভা, ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ডভিত্তিক নেতৃবৃন্দ ও সংগঠকদের অংশগ্রহণে এবি পার্টির এক মতবিনিময় সভা শনিবার (১৯ জুলাই) বিকেলে হাটহাজারী বাস স্টেশনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লেঃ কর্নেল মোঃ দিদারুল আলম, পিএসসি (অবঃ)। প্রধান বক্তা ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট মো. গোলাম ফারুক। এবি পার্টির কেন্দ্রীয় সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরীর সভাপতিত্বে  অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় বিদ্যুৎ, জ্বালানী ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা সমন্বয়ক ন ম জিয়াউল হক চৌধুরী, প্রবীন রাজনীতিবিদ মোঃ মাহবুবুল আলম, খাগড়াছড়ি জেলা সমন্বয়ক ফারজানা আলম ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ বোরহান উদ্দিন। আরো বক্তব্য রাখেন, হাটহাজারী উপজেলার সংগঠক প্রফেসর মোঃ আব্দুল আওয়াল, মোঃ জয়নুল আবেদীন, মোঃ রিদোয়ান, মোঃ মঞ্জুর এলাহী সজিব, এম এ আজিজ চৌধুরী, মজিবুর রহমান, শফিকুল আলম, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ নুরুল আলম, মোঃ ওসমান খোকন, মোঃ  ইউসুফ, মোঃ শরিফ খান,  মুহাম্মদ শহিদুল্লাহ, সাইফুল ইসলাম ফারুক, মাহফুজা বেগম, স্বপ্না আকতার, ফাতেমা বেগম প্রমুখ। সভায় নেতৃবৃন্দ হাটহাজারী ও বায়েজিদ এলাকায় ওয়ার্ড, ইউনিয়ন ও পৌর পর্যায়ে দলীয় সংগঠন পুনর্গঠন, সাংগঠনিক গতিশীলতা, সদস্য সংগ্রহ, তরুণদের সম্পৃক্ততা এবং জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে এবি পার্টিকে জনগণের আস্থার রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় চট্টগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দ, পৌরসভা ও ইউনিয়ন কমিটির দায়িত্বপ্রাপ্তরা এবং বিভিন্ন ওয়ার্ডের কর্মী-সংগঠকরাও উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo