ভোজনরসিকদের কাছে, রংপুর জেলা স্কুলের বিপরীতে যেন ছোটখাটো একটি স্ট্রিট ফুড জোন ইদানীং হয়ে উঠেছে প্রিয় এক জায়গা। সন্ধ্যার পর থেকেই এখানে ভিড় বাড়তে থাকে। পিৎজা, ফুচকা, কাবাব, মোমো, দোসা, বার্গার, পিঠা কি না পাওয়া যায়। তরুণদের আড্ডা এখনে দোকানের বেঞ্চে কিংবা গোল টেবিলে। গোল করে বসে কিংবা দাঁড়িয়ে কখনও বেঞ্চে বসে চলে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা। আর এই আড্ডা ফাঁকে ফাঁকে চলে চা এবং চায়ের সাথে মুখরোচক খাবার। কি,নেই, ফুচকা, চটপটি, ডিম বার্গার, হট কফি, বুটসিদ্ধ, পেঁয়াজু,বেগুনি,কলা ভাজা,লাউ ভাজা,চিকেন রোল, ভেজিটেবল রোল,দুধ আর পাউরুটি,বার্গার, এগ ফ্র্রায়েড, চিকেন ফ্রাই,চিকেন গ্রিল, বিভিন্ন ধরনের কাবাব, চাপ, বিরিয়ানিসহ বাহারি সব খাবার মেলে এখানে।