কালাইয়ে পুনঃ খাল খনন কাজের উদ্বোধন

মো: জাহিদুল ইসলাম (জাহিদ) প্রকাশিত: ১ এপ্রিল , ২০২৪ ০৭:০১ আপডেট: ১ এপ্রিল , ২০২৪ ০৭:০১ এএম
কালাইয়ে পুনঃ খাল খনন কাজের উদ্বোধন
জয়পুরহাটের কালাইয়ে টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের স্থানীয় সরকার ও প্রকৌশলী অধিদপ্তরের অন্তর্ভুক্ত কানমোনা হারাবতী খাল ১ কোটি টাকা ব্যয়ে (রোয়াইর সুইচগেট থেকে বানদীঘি পর্যন্ত ১০ কি:মি) পুনঃ খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

জয়পুরহাটের কালাইয়ে টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের স্থানীয় সরকার ও প্রকৌশলী অধিদপ্তরের অন্তর্ভুক্ত কানমোনা হারাবতী খাল ১ কোটি টাকা ব্যয়ে (রোয়াইর সুইচগেট থেকে বানদীঘি পর্যন্ত ১০ কি:মি) পুনঃ খনন কাজের উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (৩১ মার্চ) বেলা ১২ টায় উপজেলার বৈরাগী হাটে উপজেলা প্রকৌশলী মকলেছুর রহমান সরদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন। 
এর আগে এক অনুষ্ঠিত সভায় কানমোনা হারাবতী পাবসস লিঃ এর সভাপতি জুলফিকার রউফ শিবলী সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে  কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসিম আল বারী,  আহম্মেদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলী আকবর, কানমোনা হারাবতী পাবসস লিঃ প্রধান উপদেষ্টা ডাঃ নাজির আহম্মেদ শামীম ও উপ-সহকারী প্রকৌশলী আব্দুস ছালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

এ সময় কানমোনা হারাবতী পাবসস লিঃ সদস্য, জনসাধারণ, স্থানীয় কৃষক, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo