নাশকতা ও দূরদর্শ ডাকাতি মামলার ১৬ বছর পলাতক ০২ আসামি গ্রেফতার

মোঃ ইসমাইল ইমন প্রকাশিত: ১২ মার্চ , ২০২৪ ১১:১২ আপডেট: ১২ মার্চ , ২০২৪ ১১:১২ এএম
নাশকতা ও দূরদর্শ ডাকাতি মামলার ১৬ বছর পলাতক ০২ আসামি গ্রেফতার
র‌্যাব-৭ চট্টগ্রামের বিশেষ অভিযানে নগরীর পাহাড়তলী ও ডবলমুরিং এলাকা হতে লক্ষীপুর ও নোয়াখালীর সদর থানার নাশকতা ও ডাকাতি মামলায় ১৪ বছর আত্মগোপনে থাকা ০২ আসামিকে গ্রেফতার করেছে।

র‌্যাব-৭ চট্টগ্রামের বিশেষ অভিযানে নগরীর পাহাড়তলী ও ডবলমুরিং এলাকা হতে লক্ষীপুর ও নোয়াখালীর সদর থানার নাশকতা ও ডাকাতি মামলায় ১৪ বছর আত্মগোপনে থাকা ০২ আসামিকে গ্রেফতার করেছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম সুত্রে জানাযায় র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, লক্ষীপুর জেলার লক্ষীপুর সদর থানার মামলা নং-২৫, তারিখ ১১ মার্চ ২০১০, জিআর নং-১২৯/১৫, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১৪ বছর ধরে পলাতক আসামি মনির হোসেন @ মনু চট্টগ্রাম মহানগরীর ডবলমুড়িং থানাধীন ঈদগাহ কাঁচাবাজার এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১১, নারায়ণগঞ্জ এর যৌথ আভিযানিক দল গতকাল ১১ মার্চ (সোমবার ) রাত আনুমানিক ১২:৪০ মিনিটে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মনির হোসেন @ মনু (৪০), পিতা-আবুল হোসেন @ আবু দালাল, সাং-দেওপাড়া, থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষীপুর’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ সে বর্ণিত নাশকতা মামলায় ১৪ বছর ধরে পলাতক আসামি মর্মে স্বীকার করে।

একই সময়ে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম, নোয়াখালী জেলার বিশেষ ট্রাইবুনাল মামলা নং-৫০/০৮, জিআর নং-১২৯/১৫ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১৬ বছর ধরে পলাতক আসামি মোঃ দেলোয়ার চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন সাইরপাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১১, নারায়ণগঞ্জ এর যৌথ আভিযানিক দল গত ১১ মার্চ ২০২৪ইং তারিখ আনুমানিক ০৩:১০ মিনিটে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ দেলোয়ার (৪৬), পিতা-আবু তাহের, সাং-মিয়াপুর, থনাা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ সে বর্ণিত ডাকাতির মামলায় ১৬ বছর ধরে পলাতক আসামি মর্মে স্বীকার করে।পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo