চট্টগ্রামের বায়েজিদে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত

আহমদ উল্লাহ প্রকাশিত: ১৮ জানুয়ারী , ২০২৫ ১৭:৪৫ আপডেট: ১৮ জানুয়ারী , ২০২৫ ১৭:৪৫ পিএম
চট্টগ্রামের বায়েজিদে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত
চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যবস্থাপনায় মহানবী (সাঃ),'র পবিত্র সীরাত আলোচনা উপলক্ষে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (১৭ জানুয়ারী)

চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যবস্থাপনায় মহানবী (সাঃ),'র পবিত্র সীরাত আলোচনা উপলক্ষে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (১৭ জানুয়ারী)  শুক্রবার চট্টগ্রাম মহানগরের বায়েজিদ অক্সিজেন চত্বরে অনুষ্ঠিত শানে রেসালত সম্মেলনে তাকরীর পেশ করেন দেশ বরেণ্য পীর -মাশায়েখ ওলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদগণ। সম্মেলনে অংশগ্রহণ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ চট্টগ্রাম ইত্তেফাকুল ওলামা পরিষদের অসংখ্য নেতাকর্মী। এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন জায়গা হতে অনেক গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওলামা মাশায়েখদের তাকরীর শেষে মোনাজাতের মাধ্যমে শানে রেসালত সম্মেলনের সমাপ্তি হয়। 

এই বিভাগের আরোও খবর

Logo