চান্দিনায় অধ্যক্ষসহ তিন শিক্ষককে লাঞ্ছিত ঘটনায় শিক্ষকদের স্মারকলিপি প্রদান

সোহেল রানা প্রকাশিত: ১১ ডিসেম্বর , ২০২৪ ২০:০২ আপডেট: ১১ ডিসেম্বর , ২০২৪ ২০:০২ পিএম
চান্দিনায় অধ্যক্ষসহ তিন শিক্ষককে লাঞ্ছিত ঘটনায় শিক্ষকদের স্মারকলিপি প্রদান
চান্দিনায় অধ্যক্ষসহ তিন শিক্ষককে লাঞ্ছিত ঘটনায় শিক্ষকদের স্মারকলিপি প্রদান

কুমিল্লার চান্দিনা ডা. ফিরোজা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিন শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি দিয়েছেন চান্দিনা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সংগঠনের নেতারা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাজিয়া হোসেন এর হাতে এ স্মারকলিপি প্রদান করেন। এ সময় চান্দিনা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নিমাই চন্দ্রদাস, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন ও ডা. ফিরোজা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাদেকুল ইসলাম কিরণ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।জানা যায় গত  ( ৮ ডিসেম্বর) রবিবার উপজেলা সদরের চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সমাপনী পরীক্ষা হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ১৫ জন শিক্ষার্থী। কয়েকজন শিক্ষক অসুস্থ ছাত্রীদেরকে নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান প্যানিক ডিজঅর্ডার আক্রান্ত হয়ে অসুস্থ হয় শিক্ষার্থীরা। দুই জন ছাত্রীকে হাসপাতালে ভর্তি দিয়ে অন্য ছাত্রীদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেন চিকিৎসক। এই ঘটনাকে কেন্দ্র করে কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুই ছাত্রীর মৃত্যু হয়েছে গুজব ছড়িয়ে দেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে হামলা চালায় অভিভাবকরা। এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ অপর তিন সহকারী শিক্ষককে পিটিয়ে লাঞ্ছিত করে বিক্ষুব্ধ অভিভাবকরা।এ ঘটনায় এক হামলাকারীকে আটকের পর সন্ধ্যায় উপজেলা হারং গ্রামের হাজী আব্দুল হাশেম এর ছেলে শাহ্ কামাল রুবেল (৪২) নামের এক যুবককে ভ্রাম্যমান আদালতে সাত দিনের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন।এ ব্যাপারে ডা. ফিরোজা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাদেকুল ইসলাম কিরণ জানান, ওই দিন রবিবার ছাত্রী মৃত্যুর গুজব সত্য মিথ্যা যাচাই না করেই অভিভাবকরা দুপুর আড়াইটার দিকে জোরপূর্বক প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ঢুকে শিক্ষক শিক্ষার্থীদের গালাগাল করে পরীক্ষা হলে ঢুকে পরিক্ষা বন্ধ করে দেয়। এসময় আমাকে সহ অপর তিন শিক্ষককে মারধর করে গায়ের শার্ট ছিঁড়ে ফেলে। বেধরক মারধর করায় আমাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। এমন ঘটনার কারণে ওই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ চান্দিনা উপজেলার সকল শিক্ষক এবং সাড়া দেশের শিক্ষকগণ প্রতিষ্ঠানে নিজ নিজ দায়িত্ব পালনে শঙ্কিত। এঘটনার সাথে জড়িত একজন অপরাধীকে ধরে সাথে সাথে সাজা দেওয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি শিক্ষকদের উপর বর্বরোচিত হামলার সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এই বিভাগের আরোও খবর

Logo